রংপুর সদর উপজেলার সদ্যপুস্কনি ইউনিয়নের জানকি ধাপেরহাট মাদ্রাসা পাড়া এলাকায় একটি পুকুর থেকে ১৫/১৬ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে স্থানীয়রা ওই কিশোরের লাশ পুকুরে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার ওসি অলিভ মাহমুত জানান, লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। হাত-পা বাঁধা অবস্থায় লাশটি ছিল।
বিডি-প্রতিদিন/বাজিত