কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় গতকাল মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউপির নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন ওই গ্রামের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রাবেয়া (২৬) ও ছেলে আবদুল্লাহ (৩)।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দুটি মাটিতে লেগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট বুঝা যায় মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।’ বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, স্থানীয়রা মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।