মহেশখালীতে কথা কাটাকাটির জের ধরে মামা গফুর মিয়ার দায়ের কোপে মো. কাসিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুতুবজোমে ইউনিয়নের মনছুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের এক বোন জানান, মাছ ধরার নৌকাসংক্রান্ত একটি বিষয় কেন্দ্র করে বাড়িতে মামা-ভাগিনার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে কাসিমের গলা ও কাঁধে দা দিয়ে কোপ দেন মামা। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী সুলেখাকে (৪০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রব মিয়ার (৬০) বিরুদ্ধে। গতকাল উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। সুলেখা পার্শ্ববর্তী নয়পাড়া এলাকার আবদুলের মেয়ে এবং চার কন্যার মা। ওসি এনায়েত হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।