পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালের কিছু অংশে দেখা গেছে ফাটল। শিক্ষার্থীরা ভয়ে ক্লাসে বসতে চাইছে না। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জেনেও সেখানে পাঠদান করতে হচ্ছে শিক্ষকদের। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন বেহাল দশায় চলছে শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৩৪ সালে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। ২০০৩ সালে তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ হয়। শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালের কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। দুই শিফটে ভাঙাচোরা ভবনেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান করানো হচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন জেনেও এখানে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। কয়েকদিন আগেও ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ ভবনে তারা ভয়ে ভয়ে ক্লাস করছে। পাঠদানের সময় শিক্ষকদের আলোচনায় তারা মনোযোগ দিতে পারছে না। সব সময় আতঙ্কে থাকতে হয়। কখন যেন ছাদের পলেস্তারা ভেঙে মাথায় পড়ে। প্রধান শিক্ষক নাজমুন্নাহার বলেন, বেশ কিছুদিন আগে ভবনের পলেস্তারা খুলে পড়েছিল বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয় ভবনের সব কক্ষ খুবই ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। হয়তো শিগগিরই পাকা ভবন বরাদ্দ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক বলেন, সরেজমিন পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে : চিফ প্রসিকিউটর
- বিশ্বজুড়ে পররাষ্ট্র দফতরের শতাধিক অফিস বন্ধের সিদ্ধান্ত আমেরিকার
- রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
- অফিসিয়াল ভেরিফিকেশন ব্যাজ আনার পরিকল্পনায় ব্লুস্কাই
- মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু
- আরব দেশগুলোর সঙ্গে শীর্ষ সম্মেলন করবে রাশিয়া
- অভিনেতা ললিত মনচন্দার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- অন্যায়ভাবে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নিলে মানবে না কুয়েট শিক্ষক সমিতি
- ২ হাজার ৭২২ ফুট উঁচু থেকে লাফ ব্রিটিশ অভিনেত্রীর
- হবিগঞ্জে গ্রেপ্তার যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতা কারাগারে
- পোপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন যেসব বিশ্বনেতা
- শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না: রণবীর
- দেশে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন মোদি
- কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে সাত রাবি শিক্ষার্থী
- দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের বিকল্প নেই : মির্জা আব্বাস
- পিরোজপুরে যুবক হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
- ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা সঠিক ছিল না : দুদক আইনজীবী
- সিলেটে ম্যাচ চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু
- নবম শ্রেণির ছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড
বিদ্যালয়ের দেয়ালে ফাটল খসে পড়ছে পলেস্তারা
সৈকত আফরোজ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর