নারায়ণঞ্জের বন্দরের ফরাজিকান্দায় প্রধান ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিমাণে কম দেওয়ায় এবং নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রি করায় এ জরিমানা করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশনটি সামায়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। গতকাল বন্দর ইউএনও মো. মোস্তাফিজুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।