কিশোরগঞ্জে ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ঝিনাইদহ ও লক্ষ্মীপুরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা, বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- কিশোরগঞ্জ : ক্যারাম খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভৈরব উপজেলার আতকাপাড়া ও কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে গতকাল এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, সোমবার রাতে ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারাম খেলতে যান আতকাপাড়া গ্রামে। খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ষোলরশির যুবকদের মারধর করেন আতকাপাড়া গ্রামের লোকজন। এ নিয়ে মঙ্গলবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন। ঝিনাইদহ : আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার পাকা গ্রামে সোমবার রাতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রাত ৯টার দিকে পাকা গ্রামে হামলা লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
লক্ষ্মীপুর : রায়পুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি কর্মী সাইজ উদ্দিন দেওয়ান নিহতের জেরে তিনটি বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলার বাবুরহাট এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সম্প্রতি ওই এলাকায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন।