চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙায় আবদুল হাকিম পিন্টু নামে পুলিশের এক সোর্সের মৃত্যুর ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। হয়রানির উদ্দেশে আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে তাদের মামলায় জড়িয়েছেন অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। পুলিশও মামলাটি নিয়ে রয়েছে অন্ধকারে।
মামলাটি নথিভুক্ত করার আগে সঠিক তদন্তের জন্য বারবার পুলিশকে অনুরোধ করেও কাজ হয়নি জানিয়েছেন জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়া। তিনি বলেন, হয়রানি করতেই পিন্টু হত্যা মামলায় আসামি করা হয়েছে তার দলের নেতা-কর্মীকে। সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধীরাই আইনের আওতায় আসবে।