মাগুরা সদর উপজেলায় ১১০০ কৃষককে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা দিয়েছে উপজেলা কৃষি অফিস। প্রত্যেককে পাঁচ কেজি মুগ, এক কেজি তিল, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমানা রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।