লালমনিরহাটে পৃথক স্থানে দুই শিশুসহ তিনজন যৌন নিপীড়নের শিকার হয়েছে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। জানা যায়, রবিবার রাতে হাতীবান্ধা উপজেলার বুড়া সারডুবি গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় তার সম্পর্কের চাচা। একই দিন সকালে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক বখাটে। এর আগে শনিবার সন্ধ্যায় আদিতমারী সারপুকুর ইউনিয়নে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হন। তিনটি ঘটনায় অভিযুক্তরা হলেন, আদিতমারীর সারপুকুর ইউনিয়নের আইসক্রিম বিক্রেতা শাহিন, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মেহের আলী ও হাতীবান্ধার ফকিরপাড়া ইউনিয়নের রবিউল। ঘটনার পর স্থানীয়রা তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকালে বুড়া সারডুবি গ্রামে বাড়িতে শিশু (৫) একা থাকার সুযোগে চাচা তাকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে লম্পট পালিয়ে যায়। এ দিন সকালে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তৃতীয় শ্রেণির ছাত্রী আলু তোলার জন্য খেতে যাচ্ছিল। বাড়ির পাশে তামাক খেতে বসে থাকা মেহের আলী তাকে ধর্ষণের চেষ্টা চালায়। শনিবার সন্ধ্যায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে বাক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে বাড়ি রেখে সবাই খেতে কাজে যান। মেয়েটি বাড়িতে একা ছিল। এ সুযোগে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে শাহিন তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর বাবা থানায় মামলা করেছেন।