কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সুরুজ্জামাল রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক। একই দিন রাতে উলিপুরের দলদলিয়া এলাকা থেকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রানা মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উলিপুুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে কুড়িগ্রামে ৪৮ বোতল ফেনসিডিলসহ আলতাফ হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে জেলা শহরের ত্রিমোহনী থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। আলতাফের বাড়ি নাগেশ্বরী পৌরসভার ভাই-ভাই মোড় এলাকায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।