► চলতি মাসের মধ্যে ওই রাস্তার দরপত্র নতুনভাবে আহ্বান করা হবে। যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে সংস্কার কাজ
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বাজার থেকে সাপটানা পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয় ২০২১ সালে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। চার বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে মোগলহাট ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সড়কের দুঃখ কবে ঘুচবে এমন প্রশ্ন তাদের। সড়ক সংস্কার ও প্রশস্তকরণের বিষয়ে ঠিকাদার ও এলজিইডির কোনো সাড়া না পাওয়ায় দাবি আদায়ে মাঠে নেমেছেন স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষ। এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন না হলে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালে ঘূর্ণিঝড় আম্ফান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় আট কিলোমিটার এই সড়কটি ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। ৬ কোটি টাকা ব্যয়ে কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় বেলাল কনস্ট্রাকশন ও হামিদ ট্রেডার্স। চার বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সংস্কারকাজ।
স্থানীয় রিকশাচালক মোনাব্বেরুল হক বলেন, ‘এই রাস্তা দিয়ে সব সময় চলাচল করি। যাত্রী নিয়ে যাওয়া-আসা করতে খুবই অসুবিধা হয়। অনেক দিন রাস্তাটি ভাঙা পড়ে আছে। গাড়ি চালানো দুষ্কর।’
মোগলহাটের ফরহাদ হোসেন বলেন, ‘রাস্তার কাজ চার বছর আগে শুরু হয়েছে। শুধু খোয়া বিছিয়ে ঠিকাদার পালিয়েছেন। এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার দাবি জানাই।’ একই এলাকার তারিকুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন সময় কাজের ধীরগতির প্রতিবাদ করেছি, এলজিইডিকে জানিয়েছি। তারা সাড়া দেয়নি। দ্রুত রাস্তা সংস্কার না হলে কঠোর আন্দোলনে যাব।’
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, ‘আমি রাস্তাটি পরিদর্শন করেছি। যোগাযোগ করেছি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে। তিনি (ঠিকাদার) মৌখিকভাবে কাজ করতে অপারগতা প্রকাশ করেছেন। চলতি মাসের মধ্যে ওই রাস্তার দরপত্র নতুনভাবে আহ্বান করা হবে। যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে সংস্কারকাজ।’