কিশোরগঞ্জ, ঝিনাইদহ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ফরিদপুরেরর ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে যায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি দোকান। প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ : বাজিতপুর-সরারচর সড়কের পশ্চিম পৈলনপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় রমজান মিয়া নামে একজন নিহত হয়েছেন। তিনি কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, পৈলনপুর এলাকায় পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। অটোচালক রমজান মিয়া গুরুতর আহত হন। ঝিনাইদহ : মহেশপুরের সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২২) নামে প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। দিনাজপুর : বীরগঞ্জে ভাতিজার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় বিমল চন্দ্র রায় নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।