দিনাজপুরের ঘোড়াঘাটে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান (৬৫) ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)। মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক।
ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বুধবার দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।