হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের রুকন মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা মিনারা খাতুনের খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার মিরপুর চৌমুহনীতে গতকাল এ কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, বাহুবল উপজেলা জামায়াতের আমির ডাক্তার সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল। বিএনপি নেতা আবদুল আহাদ কাজল, প্রভাষক আইয়ুব আলী, আবদুল হাই ভূইয়া, শ্রমিক নেতা হোসাইন আল শামীম, তার স্বামী আবদুল আহাদ ইবনে মালেক। দ্রুত খুনিরা গ্রেপ্তার না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ ডিসি-এসপি অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন বক্তারা। বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবদুল আহাদ ইবনে মালেকের স্ত্রী মিনারা খাতুনকে (৩৫) নিজ ঘরে গত শুক্রবার হত্যা করে দুর্বৃত্তরা। মিনারা মহিলা জামায়াতের রুকন ছিলেন। এ ঘটনায় রবিবার তার স্বামী বাহুবল থানায় মামলা করেন।