ফেনীর সদর উপজেলার লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশির সময় পাঁচজনকে আটক করেছেন গ্রামবাসী। পরে মুচলেকা নিয়ে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- ফেনী পৌরসভার বারাহীপুর ভূঁইয়া বাড়ির এনামুল হক বাবু, শান্তিধারা এলাকার আবদুল্লাহ আল ওহি, ডাক্তারপাড়ার জিহাদ হাসান প্রান্ত, সদর উপজেলার ফাজিলপুরের শাহরিয়ার ইসলাম আলভি ও চাড়িপুরের শাহাদাত হোসেন। ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।