লক্ষ্মীপুরে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এক পরিবার এবং আহত ৯৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদের হলরুমে শহীদ পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের প্রতিজনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আকতার হোসেন, পৌর প্রশাসক জসীম উদ্দিন আহমদ। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তা দিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশরাফুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়হান কাওছার।