চুয়াডাঙ্গার দর্শ্বনা থানার পীরপুরকুল্লা সীমান্ত থেকে গতকাল ১৪ কেজি ৯০০ গ্রাম দানাদার রুপা জব্দ করেছে বিজিবি। ভারত থেকে এসব পাচার করে আনা হচ্ছিল। চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. নাজমুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, এক পাচারকারী প্লাস্টিকের বস্তায় ওই রুপা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী বস্তাটি ভুট্টা খেতে ফেলে ভারতে পালিয়ে যায়। বস্তার মধ্যে স্কচটেপ মোড়ানো ৩০টি প্যাকেটে ১৪ কেজি ৯০০ গ্রাম রুপা পাওয়া যায়। জব্দ রুপা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। দর্শ্বনা থানায় মামলা করা হয়েছে।