যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আবদুলপুর ও হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামবাসীর মধ্যে দুই দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুলিশ ও যৌথ বাহিনী ছয়জনকে আটক করেছে। ওসি কাজী বাবুল এ তথ্য জানান।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সেচের পানি নিয়ে বিরোধের জেরে আবদুলপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বিএনপির চার নেতা-কর্মী আহত হন। তারা হলেন- হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির রাজু (৪৪), চার নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপি কর্মী জিয়া (৩৫) ও চার নম্বর ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু। এ ঘটনার জেরে সকালে আবদুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন।