দিনাজপুরের ঘোড়াঘাটে একটি কাভার্ড ভ্যান ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে সড়কের পাশে বসতবাড়িতে উঠে পড়ে। চালকসহ ওই বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ভেঙে গেছে বসতবাড়ির প্রাচীরসহ একটি পাকাঘর। গতকাল ভোর রাত ৩টার দিকে ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ি ভান্ডারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, ঘোড়াঘাট মহাসড়কের ভান্ডারি বাজার এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের সঙ্গে ঠাকুরগাঁগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে শওকত কবিরের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে সীমানাপ্রাচীর ও থাকার একটি পাকাঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা।