সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ২ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ মেধাবী শিক্ষার্থী পেয়েছেন ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্ট’ বৃত্তি। গতকাল জকিগঞ্জের পরচক মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয়ে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। ট্রাস্টের সহসভাপতি এ টি এম সেলিম চৌধুরী সভাপতিত্ব করেন।