কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩১ দফা প্রচারে সমাবেশ করেছে বিএনপি। গতকাল কটিয়াদী বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান কাকন। কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টার সভাপতিত্ব করেন। শহিদুজ্জামান কাকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে সুখী, সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।