কুতুবদিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ২ হাজার ৩৯০ জন মৃত ভোটারের তথ্য শনাক্ত করেছে উপজেলা নির্বাচন কমিশন। গত সোমবার হালনাগাদের শেষ সময় পর্যন্ত ৫ হাজার ৫৯৯ জন নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর আগে গত ২০২২ সালে হালনাগাদ হয়েছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা নুরুল ইসলাম।
তিনি বলেন, ‘এ হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শেষ।