দিনাজপুরে গতকাল কবি-সাহিত্যিকদের নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। এ সময় ‘রানীবন্দরের ইতিহাস’ নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। রানীরবন্দর চাইল্ড কেয়ার স্কুলের হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসাইন মুহাম্মদ আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক শফিকুল আলম, কাউসার আলম, বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীন প্রমুখ। রানীবন্দরের ইতিহাস বইটির লেখক লুৎফর রহমান।