খুলনার দাকোপের কালীনগর এলাকা থেকে দুটি পাইপগান ও চারটি ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। অস্ত্রের মহড়া দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাে র অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল খুলনার দাকোপের কালীনগর বাজার এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় অস্ত্রসহ ইয়াসিন মোল্লা (৪০), সোহরাব সানা (৬০) ও সিরাজুল সানাকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি একনলা পাইপগান, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে।