ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাকাতি-ছিনতাই রোধে মানববন্ধন করেছেন চালকরা। কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী শব্দলপুর-ইলিয়টগঞ্জ এলাকায় গতকাল মানববন্ধন করেন তারা। পরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে ৮-১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টায় পুলিশের হস্তক্ষেপে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হয় চলাচল। জানা যায়, তিন-চার মাস ধরে মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারে সন্ধ্যার পর থেকেই চুরি, ছিনতাই ও ডাকাতি হচ্ছে। পুলিশ জানায়, চালকদের দাবিগুলো যৌক্তিক। মহাসড়ক নিরাপদ রাখতে দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।