পঞ্চগড় রেল স্টেশনে সম্প্রতি নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন পানির ফোয়ারা। স্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে ৯ লাখ টাকা ব্যয়ে ফোয়ারাটি নির্মাণ করা হয়। ফুলের বাগান ঘেরা ফোয়ারাটি থেকে তীব্র গতিতে পড়ছে জলের ফুল্লুধারা। কৃত্রিম আলোকসজ্জায় সেই জলের ধারা নানা রঙে হয়ে উঠছে রঙিন। দর্শক বা আগত যাত্রীদের জন্য রয়েছে বসার ব্যবস্থা। ২৫ জানুয়ারি ফোয়ারাটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
এ সময় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা নাজিমউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।