টাঙ্গাইলের সখীপুরে আবদুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চকচকিয়া শ্রীপ্রর গ্রামে লেবুবাগান থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। সালাম ওই এলাকার আমির আলীর ছেলে। হাসানগঞ্জ চকচকিয়া বাজারে তার মুদির দোকান রয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে সালাম দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি বাড়ি না পৌঁছায় স্বজনরা সারা রাত খোঁজাখুঁজি করেন।
এদিকে চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের তিন দিন পর আদিবা নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাঁচদোনা গ্রামের ময়লার স্তূপ থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। সোমবার বিকালে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল আদিবা। সে পাঁচদোনার প্রবাসী আলাউদ্দিনের মেয়ে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামে গোয়ালঘর থেকে বিল্লাল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিল্লাল ওই গ্রামের আলাউদ্দীনের ছেলে।