মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে হামলায় নাজমা (৪০) নামে এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নাজমা কুলাউড়ার রাজনগরের ফখরু মিয়ার স্ত্রী। গত শুক্রবার রাতে ঘটে হামলার ঘটনা। এ ঘটনায় জড়িত সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, এক বছর সোহাগ মিয়া ৭ লাখ টাকা ধার নেন নাজমার কাছ থেকে। এ টাকা তিনি ফেরত দেননি। শুক্রবার সন্ধ্যার পর নাজমা সোহাগের বাড়ি গিয়ে টাকা চাইলে তাকে কিলঘুসি মেরে আহত করেন। শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।