ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে ১৩ মামলার আসামি সবুজ মিয়া (৩৮) গ্রেপ্তার হয়েছেন। বিগত সময়ে তিনি মহানগর আওয়ামী লীগের একটি অংশের ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচিত ছিলেন। গতকাল দুপুরে নগরীর শম্ভগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, যৌথ অভিযানে সবুজ মিয়া গ্রেপ্তার হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ গ্রেপ্তার হয়েছেন আরও আটজন। তারা হলেন- বাছির উদ্দিন ভূঁইয়া (২৫), রাশেদ (২৬), রবিন খান (২৫), মোকছেদুল মোমিন শুভ (২৬), আবুল কালাম আজাদ (৫৪), আশরাফুল ইসলাম আশিক (২০) ও আরাফাত হোসেন।