দিনাজপুরের বোচাগঞ্জে ভেঙে যাওয়ার সাত বছর পার হলেও নির্মাণ হয়নি তুলাই খালের ওপর একটি সেতু। ফলে ভেঙে যাওয়া সেতুর দুই পার্শ্বে পাকা সড়ক থাকলেও যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ।
বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউপির বড়য়া গ্রামে তুলাই খালের ওপর নির্মিত সেতুটি ২০১৭ সালের বন্যায় ভেঙে যায়। তখন থেকেই বড়য়া, মালগাঁও, নেহালগাঁও, বিষ্টপুর, বড়গাঁও গ্রামের সঙ্গে উপজেলার প্রধান সড়কের পুলহাটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ সড়কটি দিয়ে কম সময়ে উপজেলার গঙ্গাপুর প্রধান সড়কে যুক্ত হয়ে জেলা শহর বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে হাজার হাজার মানুষকে ৮-১০ কিলোমিটার ঘুরে উপজেলা শহর বা জেলা শহরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বেশি হচ্ছে।
বড়য়া গ্রামের শাহিনুর ইসলাম জানান, পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ বিভিন্ন যানবাহনে সেতু পার হয়ে এই রাস্তা দিয়ে সহজেই বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, বড়য়া গ্রামের ভেঙে যাওয়া সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।