বগুড়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা গুলি ও ছয়টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো- বগুড়া সদরের জিহাদ (২৩), রাসু (২০), আরিফ আহম্মেদ কবির (২৪) ও রিয়াদ (১৯)। বগুড়া সদর থানায় গতকাল সকালে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ৫ জানুয়ারি সন্ধ্যায় আজিজুল হক কলেজের পশ্চিম পাশে রকেট এজেন্সির সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই করে এ চক্রটি। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।