রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে বিশাল আকারের দুটি আইড় মাছ ধরা পড়েছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে স্থানীয় জেলে সবুজ হলদারের জালে গতকাল দুপুরে মাছ দুটি ধরা পড়ে।
সবুজ হলদার বলেন, সকালে কারেন্ট জাল নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। দুপুরে আমার জালে জোড়া আইড় ধরা পড়ে। বড়টির ওজন ১১ কেজি ৫০০ গ্রাম এবং ছোট আইড়টির ওজন হয়েছে ৯ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়া ঘাটের ব্যবসায়ী শাহজাহানের কাছে মাছ দুটি বিক্রি করেছি। দুইটা মাছের দাম ৪৬ হাজার ৬৪০ টাকা হয়। শাহজাহান আমাকে ৪৬ হাজার ৫০০ টাকা দিয়েছেন। আমি অনেক খুশি। দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান-মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান বলেন, সবুজ আমার কাছে মুঠোফোনে মাছ দুটির কথা বলেন।