গোপালগঞ্জে সেতুর অ্যাপ্রোচ নির্মাণের অর্থ আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সোহরাব হোসেন মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী আনিচুর রহমান (বর্তমান বাগেরহাটের কচুয়ায় কর্মরত) এবং মেসার্স হাবীব অ্যান্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাবিবুর রহমান। মামলার নথি পাঠানো হয়েছে বিশেষ জেলা জজ আদালতে। আদালত আমলে নিয়ে দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সাবেক উপসহকারী প্রকৌশলী শরীফ মনির হোসেন এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বলেন, আমরা সেতু এলাকায় গিয়েছিলাম। অ্যাপ্রোচ নির্মাণে অনিয়মের সত্যতা পেয়েছি।
কমিশনের অনুমতিক্রমে দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেছেন।