চাঁদপুর হাইমচর সংলগ্ন চরভৈরবী এলাকায় কোস্টগার্ডের অভিযানে ৫০০ কেজি জাটকা এবং সদর উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলার চাঁদপুর কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে বেহুন্দি জাল মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের উপস্থিতিতে উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।