ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা উপভোগ করেন হাজারও এলাকাবাসী। রবিবার রাজনীতিবিদ ও ক্রীড়াসংগঠক ডা. ফরিদুল হুদা স্মরণে সাহিত্য একাডেমির উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। পৌরসভার শেরপুরে এ খেলায় মহিষের শিং দিয়ে বিশেষভাবে তৈরি এক ধরনের গুটি নিয়ে প্রবীণ-নবীনরা এ খেলায় অংশ নেন। প্রতি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। বাঁশের মোটা লাঠি দিয়ে মহিষের শিংয়ের তৈরি ছোট্ট গুটিতে সজোরে আঘাত করা হয়। গুটিটি কেউ ধরতে পারল কি না তার ওপর নির্ভর করে পয়েন্ট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়দুল হোসেন, ডা. নাজমুল হুদা বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।