ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন শ্রমিকরা পড়েন চরম ভোগান্তিতে।
কুয়াশার কারণে শনিবার (গতকাল) সকাল ৭টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং ৬টা ২০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। পাটুরিয়া ঘাটে চারটি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি আটকা পড়ে। দৌলতদিয়া থেকে আসার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে নোঙর করে। কাজিরহাট থেকে আসার পথে যমুনা নদীতে আটকা পড়ে খানজাহান আলী। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম আবদুস সালাম বলেন, ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে উভয় ঘাটে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমলে সকাল সাড়ে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়।