মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে। এ সময় বেশ কিছু দোকানপাটে হামলা হয়। ইটের আঘাতে আহত হয় উভয় পক্ষের অন্তত ২৫ জন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতলচন্দ্র পাল জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে মুকসুদপুরে বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
গতকাল সন্ধ্যার দিকে মেসবাহর এক সমর্থক মেসবাহর দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ সময় সেলিমের কয়েকজন সমর্থক তাকে মারধরে করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক চৌরঙ্গি মোড়ে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুকসুদপুর থানা পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।