নাটোর স্টেশনে নির্ধারিত সময়ের আগেই ট্রেন ছেড়ে যাওয়ায় ৫০ জনের বেশি যাত্রী ট্রেনে উঠতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে ট্রেনে উঠতে না পারা যাত্রীরা কর্তব্যরত স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন। বুধবার রাত ১২টার দিকে নাটোর স্টেশনে এ ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্টেশনের মাস্টার শামীম হোসেন বলেন, সীমান্ত এক্সপ্রেস ট্রেন ৩ মিনিট থামার কথা থাকলেও দেড় মিনিটের মতো দাঁড়িয়েই চলে যায়। সে কারণে অনেক যাত্রী উঠতে পারেনি।
ওই রুটে বিকল্প কোনো ট্রেন না থাকায় এসব যাত্রীকে পাঠানোর কোনো ব্যবস্থা করা যায়নি। তিনি আরও বলেন, ‘ট্রেন ছেড়ে এলে আমি লাইন ক্লিয়ার দিয়ে দিই, প্যাসেঞ্জার ক্লিয়ারেন্সের বিষয়টি গার্ডের দেখার কথা কিন্তু গার্ড সেটা দেখেনি।’