পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় এ উপহার মুচিদের হাতে তুলে দেন। এর আগে পিরোজপুরসহ কয়েকটি জেলায় কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।
নারী প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণ : পিরোজপুরে ‘হার পাওয়ার প্রকল্প’-এর আওতায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ইসরাত হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রমুখ।