নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পৃথক ঘটনায় পুলিশ পরিচয় দিয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন, দুবাই প্রবাসী আবদুল কাদির ও তাদের পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গতকাল ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওসি লিয়াকত আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের পুবেরগাঁও এলাকার ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন জানান, ভোর সোয়া ৫টার দিকে কাদিরারটেকে একটি সাদা মাইক্রোযোগে ডাকাত দল পুলিশ পরিচয় দিয়ে তার মাইক্রোবাসের গতিরোধ করে। তারা মাথায় পিস্তল ঠেকিয়ে মোবাইল ফোন, স্বর্ণের হার, চেইন, কানের দুল, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
অপর ভুক্তভোগী মৌলভীবাজারের সদর উপজেলার পাদুনাথপুরের আবদুল হান্নানের ছেলে দুবাই প্রবাসী আবদুল কাদির জানান, তিনি লেংটার মাজার এলাকায় পৌঁছালে মাইক্রোযোগে এসে পুলিশ পরিচয় ডাকাত দল তাকে বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট, মালামাল ভর্তি লাগেজসহ প্রায় ৪ লাখ ৭৮ হাজার টাকা লুটে নেয়।