নরসিংদী রেলওয়ে স্টেশনে হাসিনার দোসরদের চাঁদাবাজি বন্ধ, অবৈধ দখলদার উচ্ছেদ ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় অবৈধ দখলদার উচ্ছেদ ও আওয়ামী ফ্যাসিস্ট চাঁদাবাজদের গ্রেপ্তার এবং সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হয়। গতকাল দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে এলাকার কয়েক শ মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা দীপক বর্মন প্রিন্স, আসাদুজ্জামান উজ্জ্বল, যুবদল নেতা মাহমুদ হোসেন সুমন, শরীফ আহাম্মেদ, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।