শেরপুরে পঞ্চম উপজেলা কাপ ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ হয়েছে। শনিবার রাতে শহরের শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ ও মজিবর রহমান মজনু বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে চার দিনব্যাপী এই কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান সভাপতিত্ব করেন। মাহবুবার রহমান হারেজ, মোর্শেদুল হাসান, শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম, শিক্ষক মাহমুদুর রেজা, শাহনাজ পারভীন, শামিমা সুলতানা বন্যা, সেলিনা সুলতানা লিখন, তাপস বসাক, ফিজার হোসেন প্রমুখ।
বাংলাদেশ স্কাউটস শেরপুর উপজেলা শাখার আয়োজনে কাব ক্যাম্পুরীতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত ১৫টি স্কাউট ও ৫০টি কাব দল, প্রাথমিকের ৪৭ জন ইউনিট লিডারসহ ২৮২ জন কাব ও মাধ্যমিকের ১৬ জন ইউনিট লিডারসহ ১২৮ জন স্কাউটস, কর্মকর্তাসহ মোট ৪৭৩ জন ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন।