ফরিদপুরে সরিষার চাষ বেড়েছে। কম খরচে অধিক মুনাফা পাওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়েছেন অনেকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর ফরিদপুরের নয়টি উপজেলায় ১৪ হাজার ৪৬৩ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যা গত বছরের চেয়ে ২ হাজার হেক্টর বেশি। সরিষা আবাদে কৃষকদের সার, বীজ দেওয়া হয়েছে প্রণোদনা হিসেবে। বিস্তীর্ণ মাঠজুড়ে বিশেষ করে চরাঞ্চলে ব্যাপক হারে সরিষা আবাদ হয়েছে। হলুদে ছেয়ে গেছে দিগন্ত। পৌষের হিমেল বাতাসে দোল খাচ্ছে ফুল। শিশির ভেজা সকালে ঘন কুয়াশায় মোড়ানো সরিষা খেত ছড়াচ্ছে অপরূপ সৌন্দর্য। কোথাও মধু সংগ্রহ করছে মৌমাছি, কোথাও পাখির কলকাকলি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহাদুজ্জামান জানান, কয়েক বছর ধরে সরিষার দাম বাড়ায় কৃষকরা লাভবান হয়েছেন। ফলে ফরিদপুরে দিন দিন এর আবাদ বাড়ছে। এ বছর এখন পর্যন্ত কোথাও সরিষা খেতে রোগবালাইয়ের তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, চলতি মৌসুমে সম্পূরক রবিশস্য হিসেবে সরিষা চাষে কৃষকদের উৎসাহী করা হয়েছে। বিনামূল্যে দেওয়া হয়েছে বীজ, সার।