হবিগঞ্জ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা আবদুল জব্বার চৌধুরীকে দুই দিন পর উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ নিয়ে পুলিশের ধাওয়ায় তাকে জেলার মিরপুর এলাকায় গাড়ি থেকে মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একদল সদস্য তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
অপহৃত আবদুল জব্বার চৌধুরী সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক ও জেলা সদরের মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে। গত বুধবার বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন। ডিবির এসআই শিহাব উদ্দীন জানান, আইনশৃঙ্খলা বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা তাকে মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, ওই ব্যাংক কর্মকর্তার পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।