নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিছিলের ছবি ছড়িয়ে গেলে পুলিশ সংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মডেল থানার এসআই আকমল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। এর আগে গতকাল ভোরে মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। গ্রেপ্তাররা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় সরকার , সহক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সাবেক ছাত্রলীগ নেতা জয় সাহা, সিন্ধ বণিক বিশাল, রাহুল রায় ও লোকমান হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে নেত্রকোনা পৌর শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত নেত্রকোনা জেলা ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী। এতে নেতৃত্ব দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় ও সুজন মিয়া। মিছিলকারীরা তেরিবাজার হয়ে প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় টহল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।