জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের অবসান ঘটাতে এখন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই। গতকাল বিকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মীর স্নিগ্ধ বলেন, বেগম খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, তেমনি আমার মা-ও মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে ২ হাজার মানুষ প্রাণ দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।