নতুন বছরের চার মাস প্রায় শেষ। কিন্তু রংপুরে মাধ্যমিক পর্যায়ে এখনো প্রায় ১০ লাখ বই পৌঁছেনি। যদিও জেলা শিক্ষা অফিস দাবি করেছে, মাধ্যমিকে এখন পর্যন্ত ৯৮ শতাংশ বই এসেছে। অপরদিকে প্রাথমিকে দেরিতে হলেও সব বই এসেছে। পয়লা জানুয়ারি থেকে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা অফিস কাজ করলেও বই সংকটের কারণে বিতরণ অনুষ্ঠান হয়েছে ধীরগতিতে। এবার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ হয়নি। ফলে বছরের প্রথম দিনে বই বিতরণের আমেজ থেকে বঞ্চিত হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে ৩ হাজারে ২০০ বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের ওপর। বইয়ের প্রয়োজন ৩ কোটি ৯০ লাখ ১৮ হাজার ২৯২টি। সেখানে এ পর্যন্ত বই এসেছে ৩ কোটি ৮০ লাখ ৯০ হাজার ৩১০টি। নবম শ্রেণির বই এবং মাদ্রাসার পর্যায়ে প্রায় ১০ লাখের মতো বই এখনো আসেনি। তবে শিক্ষা অফিস বলছে প্রতিদিনই বই আসছে এবং তা বিতরণ হচ্ছে। খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে রংপুর বিভাগে সাড়ে ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে। বই প্রয়োজন এক কোটি ১০ লাখ। সেখানে সব বই এসেছে এমনটা দাবি শিক্ষা অফিসের।