চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানার একটি ভবনে লিফট ছিঁড়ে গুরুতর আহত হয়ে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মো. রিফাত (২৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোস্তফার বাড়ি ওই কারখানার পার্শ্ববর্তী এলাকায়। আর রিফাতের বাড়ি মিরসরাই উপজেলার কুরুয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনদের অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কারখানা সূত্র জানায়, মোস্তফা ও রিফাত জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন ভবনে এসির কাজ করতেন। গতকাল বেলা ১১টার দিকে তারা কারখানার একটি ভবনের তৃতীয় তলায় এসি ঠিক করতে লিফটে ওঠার পর ওই লিফটের তার ছিঁড়ে পড়ে যান। এতে গুরুতর আহত হলে তাৎক্ষণিক উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। পরে বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান।