বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ১৭ বছর বিএনপিকর্মীরা কষ্ট করেছে। এমন কোনো নেতা-কর্মী নেই যার শরীরে ক্ষতচিহ্ন নেই। আমাদের শিক্ষার্থীরা ছাত্রদল করার কারণে চাকরি পর্যন্ত পায়নি। ওবায়দুল কাদের বলেছিলেন, ক্ষমতার পালাবদলে ৫ লাখ লোক মারা যাবে, যেতও তাই। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কারও ওপর হামলা করা যাবে না। আমাদের কর্মীরা না খেয়ে রয়েছে, তাও আওয়ামী লীগের ওপর থাবা দেয়নি।
তারেক রহমানের নির্দেশ- দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হাইজ্যাকারের সঙ্গে, দখলদারদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপির জন্মই হয়েছে রিলিফ চোর, ভোট চোর, কম্বল চোরদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। গতকাল নাটোর শহরের আলাইপুরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মিসভায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, ফারজানা শারমিন পুতুল প্রমুখ।