আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। গতকাল ছিল শীতের শেষ দিন অর্থাৎ মাঘেরও শেষ দিন। অমর একুশে বইমেলাজুড়ে ছিল বসন্তের ছোঁয়া। স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে কোকিলের কুহুতানের সঙ্গে ফাগুনরাঙা শাড়িতে তরুণীরা এক দিন আগেই মেলায় বসন্তের চিত্র ফুটিয়ে তুলেছেন। ভালোবাসা আর ফাগুনের দিন না হলেও এমন দিনে জুটি বেঁধে বই কেনার দৃশ্য মেলাকে অন্যরকম ভালো লাগা দান করেছে। প্যাভিলিয়ন ও স্টলের সামনে পাঠকের ভিড় এদিনের মেলায় উষ্ণতা দান করে। প্রকাশকরা বসন্ত ও ভালোবাসা মিশ্রিত আজ শুক্রবারের দিনটির জন্য অপেক্ষা করলেও গতকালই বইপ্রেমী পাঠক প্রকাশকদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পরিস্ফুরণটা বেশি ঘটিয়েছে। এমনটিই জানান বেশ কয়েকজন প্রকাশক। এদিন সন্ধ্যায় মেলা পরিদর্শনে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইমদাদুল হক মিলনের নতুন বই : জমে উঠেছে অমর একুশে বইমেলা। এ বছর মেলায় এসেছে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুটি বই। অনন্যা প্রকাশ করেছে লেখকের ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ ও অন্যপ্রকাশ এনেছে ‘পরাধীনতা’। এরই মধ্যে ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ বইটি পাঠকদের মধ্যে আলোড়ন তুলেছে। বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে বলে জানান এর প্রকাশক। বইটির গল্প বেশ চমকপ্রদ। পর পর তিন রাত একই স্বপ্ন দেখল অর্ণব। বিশাল এক জঙ্গলবাড়ি। সেখানে ধসেপড়া দালান। বড় একটি দিঘি আর রহস্যময় দুজন মানুষ। আশ্চর্যজনকভাবে এ বাড়িতেই একসময় থাকতে হয় তাকে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ৩০০ টাকা। এদিকে অন্যপ্রকাশের জনসংযোগের উর্মি শর্মা অনন্যা জানান, ইমদাদুল হক মিলনের ‘পরাধীনতা’ বইটির বিক্রিও বেশ ভালো। প্রতিদিনই বহু পাঠক বইটির জন্য ভিড় করছেন। ইমদাদুল হক মিলন এ দেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প ‘বন্ধু’। প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল বাংলা একাডেমির ‘উত্তরাধিকার’ সাহিত্য পত্রিকায় ১৯৭৬ সালে। বাংলাদেশে সাহিত্যের পাঠক সৃষ্টিতে ব্যাপক ভূমিকা এই গুণী লেখকের। তাঁর তিন পর্বের দীর্ঘ উপন্যাস ‘নূরজাহান’ কালজয়ী সাহিত্য হিসেবে গণ্য।
প্রকাশনা সংস্থা দশমিকের স্বত্বাধিকারী দিগন্ত রায়হান বলেন, ‘একটি গোষ্ঠী মেলা নিয়ে অপপ্রচার চালালেও মেলা নিজ গতিতেই চলছে। আমি তো মনে করি অন্যবারের চেয়ে এবারের মেলা অনেক বেশি সফল মেলা হবে।’
সালেহ উদ্দিন আহমদের ‘বেচু সরদারের ট্রুথ কমিশন’ : একুশে বইমেলায় অন্যপ্রকাশ এনেছে সালেহ উদ্দিন আহমদের গল্পগ্রন্থ ‘বেচু সরদারের ট্রুথ কমিশন’। এটি লেখকের দ্বিতীয় গল্প সংকলন। বইটি পাঠকসমাদৃত হয়েছে বলে জানালেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের সঙ্গে সংশ্লিষ্টরা।
নতুন বই : গতকাল মেলায় নতুন বই প্রকাশ হয়েছে ৮৫টি। আর গত ১৩ দিনে মোট নতুন বই প্রকাশ হয়েছে ১ হাজার ২টি।
মূলমঞ্চ : বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান : প্রেক্ষাপট ও অভিমুখ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সারোয়ার তুষার। আলোচনায় অংশ নেন যোবায়ের আল মাহমুদ ও নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করেন মাহবুব মোর্শেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রবিউল আলম ও নাসিম আহমেদ। গতকাল ছিল শাকিল আহমেদের পরিচালনায় ‘আবৃত্তি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং সারমিন ইসলাম জুঁইয়ের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি’র পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, অনন্যা আচার্য, ফাহমি ফেরদৌস, ফারহানা শিরিন, সঞ্জয় কবিরাজ, নিপা ভট্টাচার্য, ইন্দিরা রুদ্র ও কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়।